পবিত্র সন্ধ্যায় ফিরেছে বাড়ীর ভেতরটা কেমন অচেনা লাগছে কেন যে একি ব্যাপার আজ। অনিমেষ আর রিতা বাবাকে বিশাল একটি মালা পড়িয়ে হ্যাপি টোয়েন্টি ফাইভ বাবা। আজ যে পবিত্রর ম্যারেজ ডেট কি আশ্চর্যের দিন তা একই দিনে তার পাশে সঙ্গী আর কর্ম...
“স্বপন দেখি তারা কার আশে.... ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে....!”এই সুন্দর একতলা বাংলো টাইপের বাড়ির চারিদিকেই সুন্দর সব মরসুমী গাছ লাগানো বড় বড় শিমুল পলাশ গাছগুলো যেন রাঙিয়ে দিয়েছে পরিবেশকে। এই অঞ্চলটা একটু নিরিবিলি পাড়ার লোকজন প্রত্যেকেই উচ্চ শিক্ষিত...